Frequently Asked Questions
পলিক্লোরিনেটেড বাইফিনাইল (পিসিবি) মানবসৃষ্ট একটি জৈব রাসায়নিক গ্রুপ যা ক্লোরিন, হাইড্রোজেন এবং কার্বন পরমাণু নিয়ে গঠিত। পিসিবি বর্ণহীন ও উচ্চ তাপমাত্রায় সহনশীল রাসায়নিক গ্রুপ যার মধ্যে অনেকগুলি রাসায়নিক পদার্থ রয়েছে। পিসিবি-এর ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য নির্ধারণ হয় অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা এবং অবস্থানের উপর ভিত্তি করে। পিসিবি-এর ভৌত ও রাসায়নিক গুনাগুনের জন্য এটি এক সময় বৈদ্যুতিক ট্রান্সফর্মার ও ক্যাপাসিটরে কুলিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। পিসিবি খুব সহজে ভেঙ্গে যায়না বা হ্রাস পায় না ফলে পরিবেশে দীর্ঘদিন স্থায়ী থাকে। এই বৈশিষ্টের জন্য পিসিবিকে Persistent Organic Pollutants (POPs) হিসেবে বিবেচনা করা হয়। পিসিবি মাটি ও পানিতে দীর্ঘস্থায়ী হয় এবং তা খাদ্যশৃঙ্খলে প্রবেশের মাধ্যমে জীবদেহের ক্ষতিকর প্রভাব বিস্তার করে।
পিসিবি পরিবেশের সংস্পর্শে আসলে ও খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশের পর জৈব বিবর্ধনের (Bio-magnification) মাধ্যমে উচ্চ মাত্রার চর্বিযুক্ত টিস্যুতে জমা হয়ে বিভিন্ন ধরনের রোগ এবং পরিবেশ এর উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে। পিসিবি খাবার, পানি ও বাতাস এর মাধ্যমে লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিন্ড ইত্যাদিতে প্রবেশ করে চর্বিযুক্ত টিস্যুতে জমা হয়ে নিম্নবর্ণিত জটিল রোগের সৃষ্টি করে :
১) পিসিবি লিভারের ক্ষতি করে এবং লিভার-ক্যান্সারের কারণ হতে পারে।
২) গল ব্লাডার ক্যান্সার, খাদ্যনালীর ক্যান্সার, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, মস্তিস্কের ক্যান্সার এবং স্তন ক্যান্সারের আশংকা থাকে।
৩) পিসিবি সংস্পর্শে আসা ব্যক্তি নাক, ফুসফুসে জ্বালা, ত্বকে সমস্যা ও চুলকানি রোগে ভুগতে পারে এবং চোখের সমস্যায়ও আক্রান্ত হতে পারে।
৪) শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় এবং শ্বাসতন্ত্রে সমস্যা সৃষ্টি হয়।
৫) মস্তিষ্কে বিষক্রিয়া, স্নায়ু দুর্বলতা এবং স্মরণ শক্তি হ্রাস পেতে পারে।
৬) শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে।
৭) পিসিবি প্রাণীর বংশগতি প্রভাবিত করে বিলুপ্তি সাধন পরতে পারে।